প্রেক্ষাপট:
মুসলিম বিশ্বে প্রায় ১৪০০ বছর হতে প্রতিবছর ধর্মপ্রান মুসলিম পবিত্র কাবা শরীফে আল্লাহর দিদার লাভের উদ্দেশ্যে হজ্জ পালন করে আসছেন। হজ্জ যা ইসলামের পাঁচটি স্তরের মধ্যে অন্যতম একটি। অন্যান্য দেশের মত প্রতিবছর বাংলাদেশ থেকে লক্ষ্যাধিক মুসলিম মক্কা শরীফে হজ্জের উদ্দেশ্য ভ্রমন করেন। হাজীগণ বিভিন্ন সমস্যা যেমন ভাবাগত, স্থানগত, শারীরিক অসুস্থতা, অর্থনৈতিক ইত্যাদি কারনে নানা রকমের ভোগান্তির স্বীকার হন। এই আন্তঃবিভাগীয় মেলার মাধ্যমে সকল হাজীগণ ও সাধারন মানুষের কাছে সকল ধরনের সুযোগ-সুবিধা তুলে ধরাই আমাদের প্রধান উদ্দেশ্য।
প্রয়োজনীয়তাঃ
আমরা সকলে যারা বিদেশে কম-বেশি ভ্রমণ করেছি তারা প্রত্যেকেই জানি সঠিক দিক নির্দেশনা ছাড়া এবং গুরুত্বপূর্ণ কাগজপত্র ছাড়া হাজারো বিরম্বনার সম্মুখীন হতে হয়। হাজীগণ যারা নিজের কষ্টার্জিত টাকা খরচ করে দীর্ঘ দিনের স্বপ পূরণের জন্য হজ্জ পালনের উদ্দেশ্যে মক্কা শরীফে ভ্রমণ করেন তারা সকন্তু বাধা-বিপত্তির সম্মুখীন করতে প্রস্তুত হয়েই ভ্রমণ করেন। কিন্তু আমরা যদি তাদের কাছে সঠিক দিক নির্দেশনা, প্রয়োজনীয় তথ্যাদি ও সার্বিক সহযোগিতা দ্বারা নির্দিষ্ট তথ্যাদি হজ্জ এজেন্সী নির্ধারনের পূর্বেই তাদের হাতে তুলে দিতে পারি তবেই তারা বিষদ উপকৃত হবে বলে মনে করি। অনেক সময় বিভিন্ন এজেন্ট তাদের প্রতিশ্রুত ওয়াদা পালন করতে না পারার কারনে হাজীগণের অসহনীয় কষ্টের মধ্যে পড়তে হয়। মূলত এর কারন হাজীগণের সাথে সরাসরি সংযুক্ত না হওয়া।
18/03/2024
it is nice initiative