পর্যটন ও হজ্জ – ওমরাহ্ মেলা ২০২৪
মুসলিম বিশ্বে প্রায় ১৪০০ বছর হতে প্রতিবছর ধর্মপ্রান মুসলিম পবিত্র ক্বাবা শরীফে আল্লাহ্ দিদার লাভের উদ্দেশ্যে হজ্জ পালন করে আসছেন । হজ্জ যা ইসলামের পাঁচটি স্তরের মধ্যে অন্যতম একটি । অন্যান্য দেশের মত প্রতিবছর বাংলাদেশ থেকে লক্ষ্যাধিক মুসলিম মক্কা শরীফে হজ্জের উদ্দেশ্য ভ্রমন করেন । হাজীগণ বিভিন্ন সমস্যা যেমন ভাবগত, স্থানগত, শারীরিক, অসুস্থতা, অর্থনৈতিক ইত্যাদি কারনে নানা রকমের ভোগান্তির স্বীকার হন। এই আন্তঃবিভাগীয় মেলার মাধ্যমে সকল হাজীগণ ও সাধারন মানুষের কাছে সকল ধরনের সুযোগ-সুবিধা তুলে ধরাই আমাদের প্রধান উদ্দেশ্য ।
বাংলাদেশের প্রতিটি হাজীগণ সরকারি বা বেসরকারি কোন না কোন মাধ্যমে হজ্জ্বে গিয়ে থাকেন, যেমন- ২০২২ সালে সরকারি ব্যবস্থাপনায় ১৫,০০০ ও বেসরকারি ব্যবস্থাপনায় ১,১২,০০০ জন হজ্জ নিবন্ধন করেন । প্রতিবছর যা উত্তোরত্তর বৃদ্ধি পাচ্ছে। আমরা যদি বিভিন্ন এজেন্সীর সঠিক তথ্য ও তাদের প্রতিশ্রুত সুযোগ-সুবিধা ও হাজীগণের প্রত্যাশিত চাহিদার মধ্যে মিলবন্ধন ঘটাতে পারি, তাহলেই এই মেলার আয়োজন সার্থক হবে। এতে করে বিভিন্ন এজেন্সীর মধ্যে স্বচ্ছতা ও সামাঞ্জস্যতা বিরাজ করবে এবং মধ্যসত্বভোগীর বিলাপ ঘটবে।
আমরা সকলে যারা বিদেশে কম-বেশি ভ্রমণ করেছি তারা প্রত্যেকেই জানি সঠিক দিক- নির্দেশনা ছাড়া এবং গুরুত্বপূর্ণ কাগজপত্র ছাড়া হাজারো বিরম্বনার সম্মুখীন হতে হয়। হাজীগণ যারা নিজের কষ্টার্জিত টাকা খরচ করে দীর্ঘ দিনের স্বপ পূরণের জন্য হজ্জ পালনের উদ্দেশ্যে মক্কা শরীফে ভ্রমণ করেন তারা সকল বাধা-বিপত্তির সম্মুখীন করতে প্রস্তুত হয়েই ভ্রমণ করেন। কিন্তু আমরা যদি তাদের কাছে সঠিক দিক নির্দেশনা, প্রয়োজনীয় তথ্যাদি ও সার্বিক সহযোগিতা দ্বারা নির্দিষ্ট তথ্যাদি হজ্জ এজেন্সী নির্ধারনের পূর্বেই তাদের হাতে তুলে দিতে পারি তবেই তারা বিষদ উপকৃত হবে বলে মনে করি। অনেক সময় বিভিন্ন এজেন্ট তাদের প্রতিশ্রুত ওয়াদা পালন করতে না পারার কারনে হাজীগণের অসহনীয় কষ্টের মধ্যে পড়তে হয়। মূলত এর কারন হাজীগণের সাথে সরাসরি সংযুক্ত না হওয়া।
যদিও এটা কোন ব্যবসায়িক এবং শুধুমাত্র লাভের উদ্দেশ্য হজ্জ – ওমরাহ্ মেলা নয়, এই মেলার প্রধান উদ্দেশ্য হল, হাজীগণের সার্বিক সহযোগিতা ও তাদের সন্তুষ্টি, তথাপি এই মেলার মাধ্যমে আমরা বাংলাদেশে যে সকল হজ্জ এজেন্ট আছি এবং বিভিন্ন ধরণের মানুষ যারা হজ্জ্বের সাথে প্রত্যেক্ষ ও পরোক্ষভাবে সম্পর্কিত, তারা এই মেলার মাধ্যমে সাধারণ মানুষের কাছে সঠিক তথ্য তুলে ধরতে পারি, তাহলে প্রতিবছর উত্তোরত্তোর স্বপ্রতিষ্ঠানের হাজীগণের সংখ্যা বৃদ্ধির কারণে ব্যবসায়িকভাবে আমরা লাভবান হতে পারি।
Details Watch videoEVENT SPONSORS / dont forget it
Our Team / meet with greaters
EVENT FLYER / Perfect Solution For You!
EVENT FAQS / find your answers
REGISTER NOW / dont mıss the event!
“This event has ended,This event is no longer available.”
EVENT BROCHURE / Check the winners